দেড় শতাধীক চুরির পর ধরা আমির!

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
চুরি

অভিনব কৌশলে ১৯ ভরি স্বর্ণালংকার চুরি করেও শেষ রক্ষা পেলেন না আমির হোসেন নামে অভিজ্ঞ এক চোর। দেড়শতাধীক চুরির ঘটনার পর অবশেষ কোতোয়ালী থানা পুলিশের হাতে ধরা পরলেন তিনি। গ্রেফতার মো. আমির হোসেন নগরের চান্দগাঁও থানার মধ্যম মোহরা অচি মিস্ত্রির বাড়ির মৃত আব্দুস সালামের ছেলে।

বুধবার দুপুরে থানায় সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির। তিনি বলেন, নগরের কোতোয়ালী থানার হাজারী মার্কেটের একটি স্বর্ণের দোকানের মালিকের সঙ্গে ক্রেতা সেজে সখ্য গড়ে তোলেন আমির। পরে পরিবারের সদস্যদের নিয়ে এসে স্বর্ণ কিনবেন বলে অঙ্গীকার করেন।

সোমবার সকালে বিক্রেতার দোকানের নিকটবর্তী জায়গায় লুকিয়ে ফোন করে আরেকটি নির্দিষ্ট জায়গায় গিয়ে তার কাছ থেকে টাকা আনতে বলেন। তার কথামতো বিক্রেতা দোকান খোলা রেখে টাকা আনতে গেলে দোকান থেকে ১৯ ভরি ৫ আনা ৪ রত্তি স্বর্ণালংকার চুরি করে পালিয়ে যান।

মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. মোমিনুল হাসান বাংলানিউজকে বলেন, তিনি বলেন, আমির হােসেন একজন পেশাদার চোর। তিনি ইতিপূর্বে  নগরের বিভিন্ন এলাকায় ১০০ থেকে ১৫০টি চুরির ঘটনা ঘটিয়েছে বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করে। নগরের বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করে কোথাও কোনো জুয়েলারি দোকান, মুদির দোকান খোলা দেখলে ক্রেতা সেজে দোকানে ঢুকে এবং দোকানদারকে ব্যস্ত রেখে কৌশলে স্বর্ণালংকার, নগদ টাকা, মোবাইল চুরি করে।

মন্তব্য করুন :

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ