চট্টগ্রাম বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে আড়াই কেজি সোনা উদ্ধার করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই)।
২৮ ডিসেম্বর, বুধবার সকালে সন্দেহজনক মনে হওয়ায় একযাত্রীকে তল্লাশির মাধ্যমে এ স্বর্ণ পাওয়া যায়। এর আগে এয়ার এরাবিয়ার G9-526 ফ্লাইট শারজাহ থেকে সকাল ৯টা ২০ মিনিটে ওই যাত্রী চট্টগ্রাম বিমানবন্দরে পৌঁছান।
রাঙ্গুনিয়ার জসিম উদ্দিন নামের ওই যাত্রীর কাছে ২ দশমিক ০৯ কেজি স্বর্ণ (২৪ ক্যারেট), ২ টি স্বর্ণবার ও ১০০ গ্রাম স্বর্ণালংকার মিলে মোট ২ দশমিক ৪২৩ কেজি স্বর্ণ ও বিপুল পরিমাণ কসমেটিকস পাওয়া যায়।
ওই যাত্রীর স্বর্ণগুলো একটি কুকিং মেশিনের ভেতরে কয়েলে রূপান্তর করে চোরাচালানের চেষ্টা করেছিলেন। পরবর্তীতে তা এনএসআই টিম খুলে উদ্ধার করে। উদ্ধার করা স্বর্ণ বিমানবন্দর কাস্টমস ইন্টেলিজেন্স এর কাছে হস্তান্তর করা হয়েছে।
উদ্ধার করা স্বর্ণ, স্বর্ণবার ও স্বর্ণালংকারের আনুমানিক বাজারমূল্য এক কোটি ৬৭ লাখ ৩৯ হাজার ৯৩১ টাকা।
Post Views:
৬৯২