খেলার জন্য মাঠ তৈরি করতে চাই- জেলা প্রশাসক

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান

খেলার জন্য আরও মাঠ প্রয়োজন বলে নিজের অভিমত ব্যক্ত করেছেন চট্টগ্রামে সদ্য যোগ দেওয়া জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান। তিনি বলেন,  প্রতিটি খেলার জন্য আলাদা মাঠ তৈরি করতে চাই। হকি খেলার জন্য হকি মাঠ, ফুটবলের জন্য ফুটবল মাঠ তৈরি করতে হবে। প্রতিটি কর্পোরেট হাউস যদি একেকটি খেলাকে সহযোগিতা করে তাহলে সবকটি খেলার ভালো আয়োজন করা যাবে।

২৩ ডিসেম্বর , শুক্রবার বিকেলে এশিয়ান স্পোর্টস কমপ্লেক্সে এশিয়ান গ্রুপ স্পোর্টস লীগের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেছেন, আমি  চট্টগ্রাম শহরের প্রতি আমার আদালা একটা ভালো লাগা কাজ করে কারণ আমার পড়ালেখা এ শহরেই। আমি খেলাধুলা ও সংস্কৃতি নিয়ে কাজ করতে চাই।

তিনি আরও বলেন, চট্টগ্রাম শুধু ব্যবসা বাণিজ্যের দিক দিয়ে নেতৃত্ব দেয়নি বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছে। একসময় বাংলাদেশের ক্রিকেটে চট্টগ্রামের অনেক স্বনামধন্য ক্রিকেটার অবদান রেখেছেন। তামিম ইকবালের মতো খেলোয়াড়ের জম্ম চট্টগ্রামে। অনেক গুনীজনের জন্ম হয়েছে চট্টগ্রামে।  দেশের খেলাধুলার উন্নয়নে শুধু সরকারই কাজ করবে তা নয়, ব্যক্তি উদ্যোগেও ক্রীড়ার উন্নয়ন করা জরুরি। চট্টগ্রামে যদি এমন গুরুত্ব দেওয়া যায় সেটি এ এলাকার ক্রীড়া উন্নয়নের জন্য ভালো এবং দেশের জন্যও ভালো।

এশিয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম এ সালাম বলেন, বসুন্ধরা গ্রুপের মতো বড় গ্রুপগুলো ঢাকায় খেলাধুলাকে অনেক বেশি গুরুত্ব দিয়ে বিভিন্ন খেলার আয়োজন করছে। কিন্তু চট্টগ্রামে এ সুযোগ খুব কম। তাই আমার ছেলেরা চট্টগ্রামে খেলাধুলার চর্চার জন্য এ রকম একটা আয়োজন করেছে। এটাতে সকলের সহযোগিতা কামনা করছি। সুস্থ থাকতে শরীর চর্চার কোনও বিকল্প নেই। সুস্থ দেহ, সুস্থ মন ও মানসিকতা তৈরি করতে খেলাধুলা খুব জরুরী।

বিশেষ অতিথি চেম্বার অব কর্মাসের সহ-সভাপতি সৈয়দ মোহাম্মদ তানভীর বলেন, খেলাধুলাকে উৎসাহ দেওয়ার জন্যই আমাদের এ আয়োজন।

মন্তব্য করুন :

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ