সৃজনশীল মানুষ অমর-আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
শান্তনু বিশ্বাস স্মৃতি নাট্য পদক

মহান মুক্তিযুদ্ধে শিল্পীদের ভুমিকা ও আত্মত্যাগের কথা স্মরণ করে চট্টগ্রামের নতুন জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেছেন, ‘সৃজনশীল মানুষ অমর। তারা তাদের সৃজনকর্ম দ্বারা উত্তরসূরিদের পথ দেখিয়ে যান। শান্তনু বিশ্বাস স্মৃতি নাট্য পদক ২০২৩ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন তিনি। তিনি বলেন, কাজের মাধ্যমেই তারা বেঁচে থাকেন।বর্তমান ও ভবিষ্যত প্রজন্মের উৎকর্ষতার জন্যই তাদের স্মরণ করতে হবে, কাজের মূল্যায়ন করে জানাতে হবে শ্রদ্ধা কৃতজ্ঞতা। যার নামে স্মৃতি পদক ও যিনি পেলেন, উভয়ই নাট্যজগতে ব্যাপক অবদান রেখেছেন রেখেছেন। তাঁরা বর্তমান ও আগামী প্রজন্মের জন্য উজ্জ্বল দৃষ্টান্ত।’

শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মুক্তমঞ্চে গ্রুপ থিয়েটার নাট্য উৎসব ২০২২’ এর সপ্তম দিনে শান্তনু বিশ্বাস স্মৃতি নাট্য পদক ২০২৩ প্রদান করা হয়। চলতি বছর এই প্রদক পেলেন কালপুরুষ নাট্য সম্প্রদায় প্রবর্তিত এ পদক পেয়েছেন অভিনেতা, নাট্য নির্দেশক, অরিন্দম নাট্য সম্প্রদায়ের সভাপতি আকবর রেজা।

চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরামের সভাপতি খালেদ হেলালের সভাপতিত্বে ও নাট্যকর্মী দিলরুবা খানমের উপস্থাপনায় এতে মুখ্য আলোচক ছিলেন একুশে পদক প্রাপ্ত সাহিত্যিক মাহবুবুল হক। বিশেষ অতিথি ছিলেন জেলা মহিলা ক্রিড়া সংস্থার সভানেত্রী তানজিয়া রহমান, কালপুরুষ নাট্য সম্প্রদায়ের সভাপতি শুভ্রা বিশ্বাস।

অনুষ্ঠানে শান্তনু বিশ্বাসের লেখা ও সুরে গান পরিবেশন করবে কালপুরুষ নাট্য সম্প্রদায় ও নৃত্য পরিবেশন করবে ওডিসি এন্ড টেগোর ড্যান্স মুভমেন্ট।

সন্ধ্যা সাতটায় মূল মিলনায়তনে নাটক ‘ফুলকুমারী’ পরিবেশন করবে নাট্য দল ‘উত্তরাধিকার’। আমিনুর রহমান মুকুল রচিত ও মোসলেম উদ্দিন সিকদার নির্দেশিত ‘ফুলকুমারী’ নাটকটিতে দেখা যায়, টাঙ্গাইল জেলার বংশাই নদীর উপকূবর্তী নর-নারীর গীতাশ্রিত প্রণয়োপাখ্যান।

পাঠনী কন্যা ফুলকুমারীর সাথে প্রণয় হয় জমিদারের পুত্র সোনা মিয়ার। কিন্তু সোনা মিয়ার মা ছেলের জন্য ভাটির দেশের এক জমিদার কন্যার সাথে। সোনা মিয়া মায়ের সিদ্ধান্তে মেনে নিতে না পেরে মাকে ছেড়ে বেরিয়ে যায় ফুলকুমারীর খোঁজে। নানা চড়াই উৎরাই শেষে এক বিরান ভূমিতে সাক্ষাত হয় উভয়ের। সৃষ্টি হয়, এক করুণ অনুভূতির নির্মম দৃশ্যের।

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন পরিতোষ দাশ বিমল, সুনয়ন দেবনাথ, জাহিদুল ইসলাম সবুজ, রাজিউল হাসান, শেখ নিয়াজ বাবু, মাহমুদ রাসেল, মঈন উদ্দিন কোহেল, গৌতম চৌধুরী, বিটু ভৌমিক, রহিমা খাতুন লুনা, গৌরি নন্দিতা, রামিতা ভৌমিক, পিয়াম নাগ, জেনি সুলতানা, শেখ মুনির ও ইমরান।

উৎসবের অষ্টম দিনে শনিবার সন্ধ্যা ছয়টায় অনিরুদ্ধ মুক্তমঞ্চে দলীয় নৃত্য পরিবেশন করবে সঞ্চারী নৃত্যকলা একাডেমি ও পথনাটক ‘শুভ হরতাল’ পরিবেশন করবে অ্যাঁভাগার্ড। সন্ধ্যা সাতটায় মিলনায়তনে নাটক ‘অতঃপর’ পরিবেশন করবে ‘তির্যক নাট্যগোষ্ঠী’।

মন্তব্য করুন :

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ