থার্টি ফার্স্ট নাইটে ডিজেসহ সকল প্রকার বার বন্ধের নির্দেশনা জারি

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
থার্টি ফার্স্ট নাইট

থার্টি ফার্স্ট নাইটে হোটেলে কোনো প্রকার ডিজে পার্টি করা যাবে না বলে আদেশ জারি করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ-সিএমপি। একই সাথে শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরদিন সন্ধ্যা ৬টা পর্যন্ত সব ধরনের বার এবং রাত ১০টা থেকে ফাস্ট ফুডের দোকান ও মার্কেট বন্ধ রাখার নির্দেশ জারী করা হয়েছে।

শুক্রবার (৩০ ডিসেম্বর) সিএমপির পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেওয়া হয়। সেইসঙ্গে নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ।

নগরের বিভিন্ন রাস্তা, ফ্লাইওভার, ভবনের ছাদ ও প্রকাশ্য স্থানে জমায়েত কিংবা কোনও ধরনের উৎসব আয়োজন থেকে বিরত থাকা। এছাড়া উন্মুক্ত স্থানে নাচ-গান এবং ভবনের ছাদে আতশবাজি ও পটকা না ফাটানো। রাস্তায় উচ্চৈঃস্বরে গাড়িতে হর্ন বাজানো এবং বেপরোয়া গতিতে গাড়ি কিংবা মোটরসাইকেল চালাতেও নিষেধ করা হয়েছে।

নির্দেশনার মধ্যে আরও রয়েছে— শনিবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা ৬ থেকে রোববার (১ জানুয়ারি)  সন্ধ্যা ৬টা পর্যন্ত লাইসেন্স করা আগ্নেয়াস্ত্র বহন না করা।  একই সময়ে সব ধরনের বার নির্দেশনা জারি করা হয়েছে। হোটেলে ডিজে পার্টির নামে কোনো স্থান ভাড়া না দেওয়াসহ আনন্দ উদযাপনের নামে নৈতিক মূল্যবোধ পরিপন্থী কাজ থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানিয়েছে সিএমপি।

 

মন্তব্য করুন :

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ