থার্টি ফার্স্ট নাইটে হোটেলে কোনো প্রকার ডিজে পার্টি করা যাবে না বলে আদেশ জারি করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ-সিএমপি। একই সাথে শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরদিন সন্ধ্যা ৬টা পর্যন্ত সব ধরনের বার এবং রাত ১০টা থেকে ফাস্ট ফুডের দোকান ও মার্কেট বন্ধ রাখার নির্দেশ জারী করা হয়েছে।
শুক্রবার (৩০ ডিসেম্বর) সিএমপির পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেওয়া হয়। সেইসঙ্গে নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ।
নির্দেশনার মধ্যে আরও রয়েছে— শনিবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা ৬ থেকে রোববার (১ জানুয়ারি) সন্ধ্যা ৬টা পর্যন্ত লাইসেন্স করা আগ্নেয়াস্ত্র বহন না করা। একই সময়ে সব ধরনের বার নির্দেশনা জারি করা হয়েছে। হোটেলে ডিজে পার্টির নামে কোনো স্থান ভাড়া না দেওয়াসহ আনন্দ উদযাপনের নামে নৈতিক মূল্যবোধ পরিপন্থী কাজ থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানিয়েছে সিএমপি।