বিপিএম পেলেন সিএমপি’র সাবেক কমিশনার মাহাবুব ও তানভীর।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
বিপিএম

বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) পেয়েছেন  চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সাবেক দুই কমিশনারসহ এক উপ পুলিশ কমিশনার( ডিসি)।

১ জানুয়ারি,রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

পদক পাওয়া পুলিশ কর্মকর্তারা হলেন, সিএমপির সাবেক কমিশনার মাহাবুবর রহমান এবং সালেহ মোহাম্মদ তানভীর। অপর কর্মকর্তা হলেন, বর্তমানে সিএমপিতে কর্মরত উপ পুলিশ কমিশনার  (সিটিএসবি) মোহাম্মদ মনজুর মোর্শেদ।

মাহাবুবর রহমান বর্তমানে অতিরিক্ত আইজি হিসেবে শিল্প পুলিশে কর্মরত  এবং সালেহ মোহাম্মদ তানভীর কর্মরত আছেন কেন্দ্রী পুলিশ হাসপাতালের পরিচালক হিসেবে।

প্রজ্ঞাপনে বলা হয়, ২০২২ সালে অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ ১৫ জন পুলিশ সদস্যকে ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)’, ২৫ জনকে ‘রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম)’ প্রদান করা হলো।

এছাড়া গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদ্ঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য ২৫ জন পুলিশ সদস্যকে ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)-সেবা’ এবং ৫০ জনকে ‘রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম)-সেবা’ প্রদান করা হলো।

মন্তব্য করুন :

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ