পটিয়ায় মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
মাইক্রোবাসের ধাক্কায়

পটিয়ায় মাইক্রোবাসের ধাক্কায় নিহত হয়েছেন এক মোটরসাইকেল চালক। নিহতের নাম মুসলিম উদ্দিন টিপু (৫০)। তিনি হাইদগাঁও ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মানি বাপের বাড়ির মৃত খলিলুর রহমানের ছেলে।

৩১ ডিসেম্বর, শনিবার,  সকাল চট্টগ্রাম -ককক্সবাজার মহাসড়কে পটিয়া বাদামতল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ি থেকে বাদামতল এলাকায় পৌঁছালে পিছন থেকে ধক্কা দেয় একটি মাইক্রোবাস। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন টিপু। আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে পটিয়া হাইওয়ে থানার উপ পরিদর্শক (এসআই) আনিসুর রহমান বলেন, বাদামতল এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হলে তিনি মারা যান।

মন্তব্য করুন :

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ