বিজয়ের মাস উপলক্ষে স্বদেশ আবৃত্তি সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত হলো গৌরবময় বিজয় শিরোনামে কথামালা ও আবৃত্তি অনুষ্ঠান।
সম্প্রতি চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির মহড়া কক্ষে মোহাম্মদ সেলিম ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আলী। বিশেষ অতিথি ছিলেন মুক্তধ্বনি আবৃত্তি সংসদের সভাপতি ও সম্মিলিত আবৃত্তি জোট চট্টগ্রামের সহ-সভাপতি মোহাম্মদ মসরুর হোসেন।
কথামালা পর্বে বক্তারা বলেন, ভাষা আন্দোলন আর মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা পেয়েছি একটি লাল সবুজের পতাকা। পেয়েছি একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। প্রতিটি স্বাধীন দেশের রয়েছে নিজস্ব সংস্কৃতি তেমনি বাংলাদেশেরও রয়েছে গৌরবের ঐতিহ্য ও সংস্কৃতি।
সানজিদা রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে একক ও দলীয় আবৃত্তি করেন সংগঠনের অর্থি, তাহিয়া, পরশ, আবিয়ান, তাসিমুল, মৌরি, মাহমুদা, অদ্রিকা প্রমুখ।