মসজিদের মাইকে উচ্চস্বরে আজানের আওয়াজ নিয়ে আপত্তি জানিয়ে ব্যাপক সমালোচনার মুখে সব কূল হারিয়ে এবার নগরবাসীর কাছে ক্ষমা চাইলেন পেডরোলো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক চিটাগং ক্লাবের সাবেক চেয়ারম্যান শিল্পপতি নাদের খাঁন ও তার স্ত্রী হাসিনা খাঁন। মসজিদের মুসিল্লিদের কাছে চিঠি পাঠিয়ে উচ্চস্বরে আজানের বিষয়ে করা রিপলেট বিতরণ ঘোরতর অনুচিত হয়েছে বলেও স্বীকার করেন তিনি এবং তার স্ত্রী হাসিনা খাঁন।
শুক্রবার দুপুরে পূর্ব নাসিরাবাদ শাহী জামে মসজিদে জুমার সময় মুসল্লিদের কাছে নাদের খাঁনের ক্ষমা চাওয়ার বিষয়টি নিশ্চিত করে চিঠিটি পড়ে শোনান। এর আগে আজ শুক্রবার জুমার আগে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের (সিএমপি) ডিসি উত্তর মোখলেসুর রহমানের কার্যালয়ে গিয়ে নাদের খাঁন ও তার স্ত্রী হাসিনা খাঁন ঘটনাটির জন্য লিখিতভাবে ক্ষমা চান। এ সময় সেখানে পূর্ব নাসিরাবাদ মহল্লা কমিটি ও মসজিদ কমিটির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে মাইকে আজান দেওয়া নিয়ে আপত্তি তোলার কারণে শিল্পপতি নাদের খাঁন ও তার স্ত্রী হাসিনা খাঁনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে থানায় জিডি করেছিলেন পূর্ব নাসিরাবাদ মহল্লা কমিটি।
জানা গেছে, দীর্ঘদিন ধরে নাদের খাঁন দম্পতি চট্টগ্রাম নগরীর খুলশী পূর্ব নাসিরাবাদ শাহী জামে মসজিদের মাইকে উচ্চস্বরে আজান দেওয়া নিয়ে আপত্তি জানিয়ে আসছিলেন। তিনি ওই এলাকায় বসবাস করেন। তবে তার গ্রামের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায়। তিনি পেডরোলো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। ফটিকছড়ির হালদা ভ্যালি চা বাগানের কর্ণধারও এই শিল্পপতি।
জানা যায়, মসজিদের মাইকে আজানের আওয়াজ নিয়ে আপত্তি জানিয়ে নাদের খাঁন ও তার স্ত্রী গত ১৪ ডিসেম্বর পূর্ব নাসিরাবাদ শাহী জামে মসজিদের সেক্রেটারি বরাবরে লিখিত একটি চিঠি পাঠান। সেই চিঠি লিফলেট আকারেও এলাকার বিভিন্ন জায়গায় বিতরণ করা হয়।
চিঠির বিষয়টি জানাজানি হলে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় মুসল্লিরা। এই চিঠি ফেসবুকেও ছড়িয়ে পড়ে। এ ঘটনায় অনেকে নাদের খাঁনের বিরুদ্ধে সমালোচনা ও ক্ষোভ প্রকাশ করেন।