আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের দিনই চট্টগ্রাম নগরীতে ছটিকা মিছিল বের করেছে জামায়াত শিবির। সেই মিছিল থেকে ৮ কর্মীকে গ্রেফতারও করে পুলিশ।
নগরের পাচঁলাইশ থানায় জামায়াতের ১০ দফা দাবিতে বের করা ঝটিকা মিছিল থেকে জামায়াত শিবিরের ৮ কর্মীকে গ্রেফতার করা হয়েছে।
২৪ ডিসেম্বর, শনিবার সকাল ৯টার দিকে মোহাম্মদপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় ।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দীন মজুমদার বলেন, সকালে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা মিছিল বের করে।
খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ৮ কর্মীকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।
Post Views:
৫৬৬