অননুমোদিত প্রসাধনী বিক্রি করার কারণে চট্টগ্রামের বৃহৎ সুপার স্টোর ‘দ্য বাস্কেট- এ এক লাখ টাকা জড়িমানা করেছে ’জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।
৩১ ডিসেম্বর, শনিবার নগরের খুলশী এলাকায় অভিযানে এ জরিমানা করা হয়। তবে বাস্কেট সংলগ্ন স্বপ্ন সুপার শপে অননুমোদিত এসব প্রসাধনী থাকলেও সেখানে অভিযান চালায়নি জেলা প্রশাসন।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত বলেন, অবৈধ উপায়ে আমদানি করা এবং অননুমোদিত প্রসাধনী বিক্রির দায়ে খুলশী আবাসিকস্থ বাস্কেট সুপার শপকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরও বলেন, বেশকিছু পণ্যের গায়ে আমদানিকারক ও বিপণনকারীর ঠিকানা এবং উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ ছিলনা। যোগ করেন তিনি।
Post Views:
৬৬৫