প্রসাধনীর ছিলো না অনুমোদন, লাখ টাকা জড়িমানা বাস্কেটে

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
বাস্কেট

অননুমোদিত প্রসাধনী বিক্রি করার কারণে চট্টগ্রামের বৃহৎ সুপার স্টোর ‘দ্য বাস্কেট- এ এক লাখ টাকা জড়িমানা করেছে ’জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। 

৩১ ডিসেম্বর, শনিবার  নগরের খুলশী এলাকায় অভিযানে এ জরিমানা করা হয়। তবে বাস্কেট সংলগ্ন স্বপ্ন সুপার শপে অননুমোদিত এসব প্রসাধনী থাকলেও সেখানে অভিযান চালায়নি জেলা প্রশাসন।

 

তিনি আরও বলেন, বেশকিছু পণ্যের গায়ে আমদানিকারক ও বিপণনকারীর ঠিকানা এবং উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ ছিলনা। যোগ করেন তিনি।

 

মন্তব্য করুন :

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ