আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃত্বে স্থান পেয়েছেন চট্টগ্রামের ৫ নেতা। চট্টগ্রামের ৫ নেতাকে বহাল রেখে আওয়ামী লীগের ২২তম কাউন্সিলে কেন্দ্রীয় কমটি ঘোষণা করেছে দলটি।
এর মধ্যে রয়েছেন প্রেসিডিয়াম সদস্য পদে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ড. হাছান মাহমুদ এমপি, অর্থ ও পরিকল্পনা সম্পাদক ওয়াসিকা আয়েশা খান এমপি, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এবং উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন।
২৪ ডিসেম্বর, শনিবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের দ্বিতীয় কাউন্সিল থেকে সর্বসম্মতিতে শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরকে সভাপতি ও সাধারণ সম্পাদক করা হয়। পরে দলের অন্য পদগুলোয় নেতৃত্ব নির্বাচনে সর্বময় ক্ষমতা দলীয় প্রধানের হাতে অর্পণ করা হয়।
সম্মেলনের কাউন্সিল অধিবেশনে সারা দেশের কাউন্সিলরদের অনুমতি নিয়ে সভাপতি শেখ হাসিনা বিভিন্ন পদে নাম ঘোষণা করেন।
Post Views:
৫৭৯