চট্টগ্রাম প্রেস ক্লাবের নেতৃত্বে রেজা-দেবদুলাল

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
চট্টগ্রাম প্রেস ক্লাব

চট্টগ্রাম প্রেস ক্লাবের নেতৃত্বে এসেছে নতুন মুখ। সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক ইত্তেফাকের ব্যুরো প্রধান সালাউদ্দিন মো. রেজা আর সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক পূর্বদেশের সিনিয়র সহকারী সম্পাদক দেবদুলাল ভৌমিক।

৩১ ডিসেম্বর,  শনিবার রাতে ভোট গণনা শেষে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এর আগে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ হয়।

সভাপতি পদে ৯৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন দৈনিক ইত্তেফাকের ব্যুরো প্রধান সালাহউদ্দিন মো. রেজা। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) চট্টগ্রাম ব্যুরো প্রধান কলিম সরওয়ার। তিনি পেয়েছেন ৯৩ ভোট।

এছাড়া বাংলাদেশ প্রতিদিনের ব্যুরো প্রধান রিয়াজ হায়দার চৌধুরী পেয়েছেন ৩৬ ভোট এবং প্রতিদিনের সংবাদের ডেপুটি এডিটর ও ব্যুরো প্রধান কাজী আবুল মনসুর পেয়েছেন ৩০ ভোট।
সিনিয়র-সহ সভাপতি পদে ১৭৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন চ্যানেল আইয়ের বিভাগীয় প্রধান চৌধুরী ফরিদ। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী দৈনিক আজাদীর খোরশেদ আলম পেয়েছেন ৭৫ ভোট।
সহ-সভাপতি পদে ১২৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন এটিএন বাংলার ডেপুটি ব্যুরো প্রধান মনজুর কাদের মনজু। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী দৈনিক সুপ্রভাতের স ম ইব্রাহীম পেয়েছেন ৬৮ ভোট। এছাড়া দৈনিক সংবাদের নিরুপম দাশগুপ্ত পেয়েছেন ৪৩ ভোট।

সাধারণ সম্পাদক পদে ৭৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন দৈনিক পূর্বদেশের সিনিয়র সহ-সম্পাদক দেবদুলাল ভৌমিক। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বৈশাখী টিভির ব্যুরো প্রধান মহসীন চৌধুরী পেয়েছেন ৭১ ভোট। এছাড়া দৈনিক আজাদীর নজরুল ইসলাম পেয়েছে ৬৩ ভোট এবং মহসীন কাজী পেয়েছেন ৪২ ভোট।

যুগ্ম সম্পাদক পদে ১৫০ ভোট পেয়ে জয়ী হয়েছেন দৈনিক যুগান্তরের ব্যুরো প্রধান শহীদুল্লাহ শাহরিয়ার। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিডিনিউজের ব্যুরো প্রধান মিন্টু চৌধুরী পেয়েছেন ১০০ ভোট।

অর্থ সম্পাদক পদে ১২৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন স্বদেশ২৪.কমের যুগ্ম সম্পাদক রাশেদ মাহমুদ। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জুম বাংলার ফারুক তাহের পেয়েছেন ৯৪ ভোট। এছাড়া তাপস বড়ুয়া রুমু পেয়েছেন ৩৩ ভোট।

সাংস্কৃতিক সম্পাদক পদে ১৪৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন দৈনিক সমকালের সিনিয়র সহ সম্পাদক নাসির উদ্দিন হায়দার। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী রূপম চক্রবর্তী পেয়েছেন ১০২ ভোট।

ক্রীড়া সম্পাদক পদে ১৯১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বাংলানিউজের সিনিয়র আলোকচিত্রী সোহেল সরওয়ার। নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ ফারুক ৫৯ ভোট পেয়েছেন।

গ্রন্থাগার সম্পাদক পদে ৮০ ভোট পেয়ে জয়ী হয়েছেন দৈনিক সমকালের স্টাফ রিপোর্টার কুতুব উদ্দিন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রতিদিনের সংবাদের মো. শহীদুল ইসলাম পেয়েছেন ৭১ ভোট।
এছাড়া দৈনিক আজাদীর মোরশেদ তালুকদার ৬১ ভোট এবং পূর্বকোণের শওকত ওসমান পেয়েছেন ৩২ ভোট।

সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক পদে ১২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বাংলানিউজের সিনিয়র রিপোর্টার আল রাহমান। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী পূর্বদেশের স্টাফ রিপোর্টার রাহুল দাশ নয়ন পেয়েছেন ৬৩ ভোট।

প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে ১৮৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন দৈনিক দিনের খবরের বিশেষ প্রতিনিধি খোরশেদুল আলম শামীম। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আমাদের নতুন সময়ের আলীউর রহমান পেয়েছেন ৬১ ভোট।

এছাড়া কার্যকরী সদস্য পদের ৪টি পদের বিপরীতে লড়েছেন ৭ জন। তাঁদের মধ্যে জসীম চৌধুরী সবুজ ১৭২ ভোট, মোয়াজ্জেমুল হক ১৫২ ভোট, আইয়ুব আলী ১২৫ ভোট এবং মনজুরুল আলম মঞ্জু ১১৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
আবসার মাহফুজ ১০৬ ভোট, রতন কান্তি দেবাশীষ ৭৩ ভোট, স্বপন মল্লিক ৬৬ ভোট পেয়েছেন।

প্রথম আলোর ওমর কায়সারের নেতৃত্বে নির্বাচন পরিচালনা করেন মো. নিযাম উদ্দিন, জালাল উদ্দিন আহমদ চৌধুরী, জাকির হোসেন লুলু ও শেখর ত্রিপাটি।

 

 

মন্তব্য করুন :

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ